দ্য ওয়াল ব্যুরো: ম্যাঞ্চেস্টার টেস্টের (Manchester Test) পঞ্চম দিন টিম ইন্ডিয়া (Team India) যখন খাদের কিনারে দাঁড়িয়ে, ম্যাচ বাঁচানোর আশা-ভরসা ছিলেন যাঁরা, সেই শুভমান গিল-কেএল রাহুল দুই ব্যাটারই আউট হয়ে সাজঘরের ফিরে গিয়েছেন, সেই সময় প্রাচীরের মতো ইংরেজ বোলারদের আক্রমণ নির্বিষ করে বাইশ গজে টিকে থাকেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। সঙ্গী ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)।