দ্য ওয়াল ব্যুরো: না নামলেও চলত। না নামাটাই ছিল বিচক্ষণতা।
সামনে লম্বা কেরিয়ার। সদ্য দলের সহ-অধিনায়কের দায়িত্ব জুটেছে। আইপিএলের দুঃস্বপ্ন তাড়িয়ে তিনি আলোর সন্ধানী। শুধু কেরিয়ারঘাতী নয়, রীতিমতো প্রাণঘাতী দুর্ঘটনা থেকে ময়দানে ফিরেছেন কয়েক বছর হল। তার মধ্যে লর্ডসে আঙুলে চোট। আর গতকাল, ম্যাঞ্চেস্টারে, পায়ের পাতায়। মেটাটারসালে চিড় ধরেছে। শচিন চোট পেয়ে টেনিস এলবোকে জাতে তুলে দিয়েছিলেন। তাঁর আঘাতে চর্চায় ‘মেটাটারসাল ফ্র্যাকচার’।