দ্য ওয়াল ব্যুরো: চতুর্থ টেস্টে নামার আগে বড়সড় রদবদলের পথে ভারতীয় দল (Team India)। ম্যঞ্চেস্টারে (Manchester Test) ইংল্যান্ডের বিরুদ্ধে বুধবার শুরু হতে চলা ম্যাচে অন্তত তিনটি পরিবর্তন দেখা যেতে পারে প্রথম একাদশে। এর মধ্যে দু’টি চোটজনিত বাধ্যতামূলক বদল হলেও, একটি পরিবর্তন হতে চলেছে পুরোপুরি কৌশলগত কারণে।