দ্য ওয়াল ব্যুরো: মাস দুই আগে হোয়াইট হাউসের বৈঠক থেকে একপ্রকাল ঘাড়ধাক্কা গিয়ে বের করে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। লাঞ্চ খাওয়ানো দূরে থাক, চা’ও খাওয়াননি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে। রাতারাতি সে সব ভুলে ফের সেই হোয়াইট হাউসেই ট্রাম্পের সঙ্গে বৈঠক, তার আগে দীর্ঘ করমর্দন করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট। এবার মার্কিন শুল্ক নীতি নিয়ে ট্রাম্পের সিদ্ধান্তে রীতিমতো হাততালি দিলেন জেলেনস্কি (Zelenesky)।