দ্য ওয়াল ব্যুরো: সোমবার সকালে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরের (CEO Office) সামনে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। এদিন সকালেই মুখ্য নির্বাচনী আধিকারিক এবং এসআইআর-এর কাজের জন্য দিল্লির নিয়োগ করা বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তর (Subrata Gupta) সঙ্গে দেখা করতে আসেন বিজেপির প্রতিনিধি দল। সেইসময়েই দফতরের বাইরে অবস্থান করা 'বিএলও অধিকার রক্ষা' কমিটির সদস্যরা তাঁদের দেখে চিৎকার করতে থাকেন। শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) লক্ষ্য করে 'গো ব্যাক' স্লোগান দেওয়া হয়।