দ্য ওয়াল ব্যুরো: ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়ায় (SIR) সামান্যতম ঢিলেমিও (Negligence) যে বরদাস্ত করা হবে না, তা সোমবারই ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের সব রাজ্যের সিইও এবং নির্বাচনী আধিকারিকদের স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার (CEO , Election Commission) জ্ঞানেশ কুমার। সেই সতর্কবার্তার রেশ থাকতে থাকতেই মঙ্গলবার কলকাতায় এসে আরও দৃঢ় ভাষায় একই কথা জানালেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী।