দ্য ওয়াল ব্যুরো: প্রায় চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের (Russia Ukraine) অবসানের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে বলে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সোমবার তিনি জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy) ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে (Vladimir Putin) মুখোমুখি বৈঠকে বসানোর জন্য প্রাথমিক আয়োজন শুরু হয়েছে। ট্রাম্প একে “শান্তির পথে একটি অত্যন্ত ভাল, প্রাথমিক পদক্ষেপ” বলে দেখছেন।