দ্য ওয়াল ব্যুরো: ধর্ষণ প্রতিরোধের দায় শুধু পুলিশের নয়, এমন মন্তব্য করে বিতর্কে জড়ালেন মধ্যপ্রদেশের শীর্ষ পুলিশকর্তা (Madhya Pradesh Director General of Police) কৈলাশ মাকওয়ানা। তাঁর মতে, ধর্ষণের মতো অপরাধ বৃদ্ধির পেছনে ইন্টারনেট, মোবাইল ফোন, সহজে পাওয়া যাচ্ছে এমন অশ্লীল কনটেন্ট, মদ্যপান ও সমাজে নৈতিকতার অবক্ষয় বড় কারণ।