দ্য ওয়াল ব্যুরো: বর্তমান ইরানের (Iran) ইতিহাসে এক অবিচ্ছেদ্য নাম আয়াতোল্লা রুহোল্লাহ খোমেইনি (Ayatollah Ruhollah Khomeini)। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের স্থপতি তিনি, যিনি পশ্চিম-সমর্থিত শাহ রাজবংশকে উৎখাত করে ইরানকে পরিণত করেন একটি ধর্মতান্ত্রিক রাষ্ট্রে। কিন্তু অনেকেই জানেন না, এই খোমেইনির শিকড়ের একাংশ রয়েছে ভারতের মাটিতেও। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের ছোট্ট শহর বারাবাঁকিতে ছিল তাঁর পূর্বপুরুষদের বসতি।