দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে শতাধিক সাংবাদিক জেলে। তাঁদের অনেকের বিরুদ্ধেই খুনের মামলা দায়ের হয়েছে। চাকরি হারিয়েছেন হাজারের বেশি সাংবাদিক-সম্পাদক। উপদেষ্টা, ক্ষমতাবান নেতাকে অপছন্দের প্রশ্ন করলে চাকরিচ্যুত করা হচ্ছে সাংবাদিকদের। মব তৈরি করে বন্ধ করে দেওয়া হয়েছে সংবাদপত্র, টেলিভিশন চ্যানেলের অফিস। দেশে সংবাদমাধ্যমের দমবন্ধকর পরিস্থিতি নিয়ে প্রতিবাদে মুখর হলেন বিশ্বের নানাপ্রান্তে বসবাসকারী বাংলাদেশি সাংবাদিক, লেখক, শিল্পী বুদ্ধিজীবী-সহ সুশীল সমাজের মানুষেরা।