অমল সরকার
গোপালগঞ্জ (Gopalgonj) ও টুঙ্গিপাড়ার Tungipara) অস্তিত্ব মুছে ফেলার প্রস্তাব বিবেচনা করছেন মহম্মদ ইউনুস (Md Yunus)। ঢাকা ডিভিশনের অন্তর্গত গোপালগঞ্জ হল একটি জেলা। গোপালগঞ্জের একটি উপজেলা হল টুঙ্গিপাড়া। শেখ মুজিবুর (Sheikh Munib) রহমানের জন্মস্থান হওয়ায় বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে জুড়ে আছে এই জেলা ও উপজেলার নাম। টুঙ্গিপাড়ার কৃতি সন্তান তিনি। সেখানেই পৈত্রিক ভিটায় রয়েছে তাঁর সমাধি। টুঙ্গিপাড়া শেখ হাসিনারও ( Sheikh Hasina) জন্মস্থান।