বিহঙ্গী বিশ্বাস, পুরী
মঙ্গলবারের সকালে বঙ্গোপসাগরের সৈকতে এক অদ্ভূত দৃশ্য তৈরি হল! বর্ষায় অঝোর ঝর্ণার নিচে যেমন মাঝেসাঝে দৃষ্টিনন্দন রামধনু তৈরি হয়। এই ছবিটাও তেমনই উজ্জ্বল ও ঝকঝকে। একই ফ্রেমে তৃণমূল ও সিপিএম। একজন দমদমের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। অন্যজন চব্বিশের ভোটে ব্যারাকপুর লোকসভায় সিপিএম প্রার্থী দেবদূত ঘোষ (Debdyut Ghosh)। সিপিএমের বর্তমান ক্ষয়িষ্ণু দশাতেও ব্যারাকপুরে ৯.৬ শতাংশ তথা প্রায় ১ লক্ষ ১০ হাজার ভোট পেয়েছিলেন যিনি।