দ্য ওয়াল ব্যুরো: মেট্রোয় আসনের এক কোনায় বসেই ঘুমিয়ে পড়েছিলেন মা। সারাদিনের ক্লান্তি চোখের পাতায় নেমে এসেছে। কিন্তু পাশে বসে থাকা তাঁর সন্তানের একটাই দায়িত্ব, 'মাকে রক্ষা করতে হবে।' ছোট দু’হাত দিয়ে আঁকড়ে ধরে রাখল মায়ের গলা। শিশুটি এখনও দুনিয়া বোঝেনি, কিন্তু বুঝেছে তার মায়ের মূল্য (Mother-Son Bond)। মেট্রোরই এক যাত্রী সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন, যা সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গেছে (Viral Video)।