দ্য ওয়াল প্রতিবেদন: তিনটি পারমাণু ঘাঁটিতে আমেরিকার এয়ারস্ট্রাইকের (Air Strike) পর এখন সারা বিশ্বের চোখ তেহরানের (Tehran) দিকে। কীভাবে পাল্টা প্রতিক্রিয়া দেবে ইরান (Iran)? দৃঢ় জবাব দিলে যুদ্ধ (Iran Israel Conflict) আরও বাড়বে। আবার নমনীয় হলে দেশের অভ্যন্তরে জনপ্রিয়তা হারাতে পারে শাসক গোষ্ঠী। তৃতীয় একটা সম্ভাবনাও রয়েছে—এই মুহূর্তে আমেরিকার বিরুদ্ধে কোনও প্রত্যক্ষ জবাব নাও দিতে পারে ইরান।