দ্য ওয়াল ব্যুরো: প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র এবং সুপারস্টার সলমন খানের মধ্যে পারিবারিক স্নেহের সম্পর্ক বহুদিনের। সলমন খান ধর্মেন্দ্রকে বাবার মতো শ্রদ্ধা করেন, আর ধর্মেন্দ্রও তাঁকে নিজের 'তৃতীয় ছেলে' বলে সম্বোধন করেন। সম্প্রতি শ্বাসকষ্টজনিত কারণে মুম্বইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতাল থেকে ধর্মেন্দ্রকে ছুটি দেওয়া হয়েছে এবং তিনি এখন বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। এই পরিস্থিতিতে, 'বিগ বস'-এর মঞ্চে ধর্মেন্দ্র, সলমন খান ও ববি দেওলের একটি পুরোনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হচ্ছে।