দ্য ওয়াল ব্যুরো: বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রকে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে মুম্বইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে খবরটি প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে উদ্বেগের ছায়া। তবে হাসপাতাল সূত্রে জানা গেছে, ৮৮ বছর বয়সি এই তারকার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল এবং চিন্তার কোনও কারণ নেই।