রিয়া দাস, কোচবিহার
কোচবিহার সফরে গিয়ে আক্রান্ত হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপর থেকে এখনও স্বাভাবিক হল না পরিস্থিতি।
বৃহস্পতিবার রাতে দিনহাটার শালমারায় কয়েকটি বিজেপি পরিবারের ওপর হামলা হয়। বিজেপি কর্মী স্বপন বর্মনের বাড়িতে ঢুকে তাঁর গর্ভবতী স্ত্রীর পেটে লাথি মারা হয় বলে অভিযোগ। এমন কী পরবর্তীতে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলে তৃণমূলের কর্মীরা গ্রামে অ্যাম্বুল্যান্স ঢুকতে দেয়নি বলে অভিযোগ ওঠে। পুলিশের সহযোগিতায় তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়।
#REL