দ্য ওয়াল ব্যুরো: চিনের কুনমিংয়ে (Kunming) গত বৃহস্পতিবার অনুষ্ঠিত চিন (China), পাকিস্তান (Pakistan) ও বাংলাদেশের (Bangladesh) বহু আলোচিত বৈঠক শুরুতেই ভেস্তে গিয়েছে। ভারতকে (India) চাপে রাখতে বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে নতুন এক জোট গড়ার উদ্যোগ নিয়েছে চিন, এমনটাই খবর কূটনৈতিক মহলের। তারই প্রাথমিক উদ্যোগ হিসাবে কুনমিং শহরে শুক্রবার মিলিত হয়েছিলেন তিন দেশের বিদেশ মন্ত্রকের আধিকারিকেরা। তবে চিন ও পাকিস্তানের প্রস্তাব মেনে তিন দেশের ওয়ার্কিং গ্রুপ (Working group) গঠনে রাজি হয়নি বাংলাদেশ।