দ্য ওয়াল ব্যুরো: বৃষ্টি মাথায় করে বুধবার দুপুরে স্ত্রীকে সঙ্গে নিয়ে দিল্লির (Delhi) পথে বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
রাজধানী যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বর্ষীয়ান বিজেপি নেতা (BJP) বললেন, "ডেকেছেন দলের বড় নেতা। তাঁদের সঙ্গে আলোচনাই মূল উদ্দেশ্য।" বাংলায় কীভাবে দলের আরও বিকাশ ঘটানো যা্য়, তা নিয়ে আলোচনা হবে বলেও জানিয়েছেন বিজেপি নেতা। তবে কোন নেতা ডেকেছেন তা স্পষ্ট করেননি দিলীপ।
#REL