দ্য ওয়াল ব্যুরো: মাঝে আর মাত্র একটা দিন। রবিবার রাত পোহালেই ২১ জুলাই শহিদ স্মরণ দিবস। ইতিমধ্যেই সেজে উঠেছে তৃণমূল কংগ্রেসের (TMC) একুশের মঞ্চ।
জেলা থেকে তৃণমূল কংগ্রেস কর্মীরা এসে পড়েছেন কলকাতায় (Kolkata)। মালদহ ও মুর্শিদাবাদ, এই দুই জেলার তৃণমূল কংগ্রেস কর্মীরা থাকবেন কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে। ২৫ হাজার তৃণমূল কংগ্রেস কর্মীদের থাকা-সহ অন্যান্য ব্যবস্থা করা হয়েছে স্টেডিয়ামের দুটো ফ্লোরে। এছাড়াও বিশাল হ্যাঙ্গারের ব্যবস্থা করা হয়েছে মাঠ জুড়ে।