দ্য ওয়াল ব্যুরো: আজ বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানের জন্মদিন। মুম্বইয়ের বান্দ্রায় মন্নতের সামনে মানুষের ঢল। রাজপথে ভিড় জমে তাঁর এক ঝলক দেখার আশায়। বাদশার জন্মদিন যেন প্রতি বছরই হয়ে ওঠে এক উৎসব। তবে এ বছর সেই চেনা ছবিটা একটু অন্যরকম। কারণ, এ বছর মন্নতে নেই শাহরুখ খান। এদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একাধিক সাক্ষাৎকার। তেমনই একটি হল অভিনেতা ও প্রযোজক বিবেক বাসওয়ানি-এর।