দ্য ওয়াল ব্যুরো: অ্যাশেজের (Ashes) প্রথম টেস্ট সামনে, কিন্তু সেই ম্যাচে এবিসি–র (ABC) কমেন্ট্রি বক্সে থাকছেন না গ্লেন ম্যাকগ্রা (Glenn McGrath)। অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি পেসারের অনুপস্থিতির কারণ—একটি বেটিং সংস্থার সঙ্গে তাঁর বাণিজ্যিক চুক্তি। সেই সিদ্ধান্তেই নড়েচড়ে বসেছে দেশের জাতীয় ব্রডকাস্টার। বেটিং–সংক্রান্ত যে কোনও সংযোগের বিরুদ্ধে এবিসির কঠোর নীতি—সেই নিয়মেই বাদ পড়লেন ম্যাকগ্রা।