আমরা জানি সারা ভারত জুড়ে সাড়ম্বরে পালিত হয় শারদ নবরাত্রি। মহালয়ার পরের দিন থেকে শুরু হয় নবরাত্রি ব্রত পালন, শেষ হয় নবমী তিথিতে। এই ন'দিন ধরে চলে পুজোপাঠ ,নিরামিষ আহার,উপবাস ও আরও অনেক রকম ক্রিয়াকর্ম।
দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজো (Durga Puja) সামনে। ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিটি পুজো কমিটিকে (Puja Committee) দেওয়া হয়েছে ১ লক্ষ ১০ হাজার টাকার অনুদান (Durga Puja Allowance)। কিন্তু সেই আবহের মাঝেই বিতর্কিত মন্তব্য করে শিরোনামে এলেন পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের তৃণমূল বিধায়ক সুকুমার দে (MLA Sukumar Dey)। তাঁর স্পষ্ট কথা পুজো মণ্ডপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবি রাখতে হবে। না হলে ভবিষ্যতে অনুদান বন্ধ হয়ে যাবে।
দ্য ওয়াল ব্যুরো: মহালয়ার (Mahalaya) ভোর মানেই বেতারে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে ‘মহিষাসুরমর্দিনী’। শরতের এই অনন্য অনুভূতির জন্য বছরভর অপেক্ষা করেন মানুষ। তাই পুজোর আগে পুরনো রেডিও সারাতে কলকাতা থেকে জেলা—ভিড় জমছে ইলেকট্রিক যন্ত্রাংশ মেরামতের দোকানে (Radio Shop)।
তবে কারিগরদের আক্ষেপ, ভিড় আগের মতো নেই। মুর্শিদাবাদের এক বৈদ্যুতিক মিস্ত্রি বললেন, “১০ দিন আগে থেকেই অনেকে রেডিও নিয়ে আসছেন। আগে যেখানে ৪০-৫০টা রেডিও সারাতাম, এ বছর মাত্র ১০টা করেছি। মোবাইলের যুগে রেডিওর শ্রোতা অনেক কমে গিয়েছে।”
দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজোয় (Durga Puja) দার্জিলিং পাহাড়ে পর্যটকদের জন্য এল এক নতুন উপহার—হেরিটেজ টয় ট্রেনের তিনটি স্পেশাল জয় রাইড (Three special joy rides of the toy train)।
চা-বাগান, পাহাড় আর জঙ্গলের সৌন্দর্য উপভোগ করতে এ বার বিশেষ টিকিট কেটে চড়া যাবে ‘টি টিম্বার স্পেশাল’, ‘স্টিম স্পেশাল’ ও ‘সানরাইজ স্পেশাল’-এ।
দ্য ওয়াল ব্যুরো: ষষ্ঠী থেকে পুজো শুরুর ধারণা বদলেছে আগেই। এখন মহালয়ার আগে থেকেই বহু পুজো উদ্যোক্তারা মণ্ডপ তৈরি করে ফেলেন। শুরু হয়ে যায় প্রতিমা দর্শনও।
কিন্তু পুজোর (Durga Puja) সময় আবহাওয়ার মতিগতি কেমন থাকবে (Weather Update)? পুজোর দিনগুলোতেও কি বৃষ্টি (Rain)? জনমানসের আশঙ্কা সত্যি করে পুজোর সময় বৃষ্টি নিয়ে বড় আপডেট শোনাল আলিপুর আবহাওয়া দফতর।
দ্য ওয়াল ব্যুরো: কলকাতার (Kolkata) মতোই এ বছর জেলার পুজোতেও কড়াকড়ি নিরাপত্তা (Security)। মহালয়া থেকে বিসর্জন (Durga Puja)-কার্নিভাল পর্যন্ত ভিড় নিয়ন্ত্রণে নজরদারি চালাবে রাজ্য পুলিশ। কোথায় কেমন ভিড় হয়, তার ‘হোমওয়ার্ক’ আগেভাগেই সেরে ফেলছে বাহিনী।
শুক্রবার ভবানী ভবনে সাংবাদিক বৈঠকে রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম বলেন, ‘‘যে জেলায় যেমন ভিড় হয়, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাতে ঠাকুর দেখতে বেরোবেন অনেকে, তাঁদের সুরক্ষার বিষয়েও কড়া নজর থাকবে। প্রয়োজনে সদর দফতর থেকেও অতিরিক্ত পুলিশ পাঠানো হবে।’’
দ্য ওয়াল ব্যুরো: কলকাতার (Kolkata) মতোই এ বছর জেলার পুজোতেও কড়াকড়ি নিরাপত্তা (Security)। মহালয়া থেকে বিসর্জন (Durga Puja)-কার্নিভাল পর্যন্ত ভিড় নিয়ন্ত্রণে নজরদারি চালাবে রাজ্য পুলিশ। কোথায় কেমন ভিড় হয়, তার ‘হোমওয়ার্ক’ আগেভাগেই সেরে ফেলছে বাহিনী।
শুক্রবার ভবানী ভবনে সাংবাদিক বৈঠকে রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম বলেন, ‘‘যে জেলায় যেমন ভিড় হয়, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাতে ঠাকুর দেখতে বেরোবেন অনেকে, তাঁদের সুরক্ষার বিষয়েও কড়া নজর থাকবে। প্রয়োজনে সদর দফতর থেকেও অতিরিক্ত পুলিশ পাঠানো হবে।’’
দ্য ওয়াল ব্যুরো: সকালে অল্প সময়ে রোদের দেখা মিললেও বেলা বাড়তেই আকাশের দখল নিয়েছে মেঘ এবং শুরু হয়েছে বৃষ্টি (Rain Forecast)। কলকাতা (Kolkata) সহ পার্শ্ববর্তী এলাকায় একনাগাড়ে বৃষ্টির দেখা মিলেছে। আর এতেই বাঙালির চিন্তা বাড়ছে। কারণ আর কিছুদিন পরই তো দুর্গাপুজো (Durga Puja)।
দ্য ওয়াল ব্যুরো: ওয়াকফ আইনের প্রতিবাদ ঘিরে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে (Shamserganj Case) ঘটে যাওয়া অশান্তির ঘটনার জেরে এখনও পর্যন্ত ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ কিংবা পুনর্বাসন পাননি—এমনই বিস্ফোরক অভিযোগ উঠতেই ক্ষুব্ধ হাইকোর্ট (Calcutta High Court)। বৃহস্পতিবার বিচারপতি সৌমেন সেন এই বিষয়ে রাজ্য সরকার ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA—উভয়ের ভূমিকাতেই প্রশ্ন তুলে দেন।
দ্য ওয়াল ব্যুরো: আর হাতে গোনা কয়েকটা দিন। ঢাকের বোল, কাশফুলের ছোঁয়া আর আকাশে হালকা নীল– সব মিলিয়ে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durga puja) প্রায় দরজায় কড়া নাড়ছে। পুজো মানেই জমাটি আড্ডা, পেটপুজো, বন্ধুদের সঙ্গে ঘোরা আর শহরজোড়া উৎসবের আমেজ। কিন্তু এই আনন্দ যাতে কারও জন্য বিষাদ না হয়ে ওঠে, তা নিশ্চিত করতেই কোমর বেঁধে নেমেছে কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ (Kolkata Municipal Corporatio)।