দ্য ওয়াল ব্যুরো: সামনে পুজো। আর তার আগেই নতুন করে চিন্তার ভাঁজ পড়েছে সাধারণ মানুষের কপালে।
মহালয়ার দিন, ২০ সেপ্টেম্বর থেকেই রেল অবরোধের ডাক দিয়েছে জনজাতি কুড়মি সমাজ (Kurmi Community)। সংগঠনের মুখ্য উপদেষ্টা অজিতপ্রসাদ মাহাত স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাদের দাবি না মানা হলে এবারও আন্দোলনে রেলপথই হবে প্রধান অস্ত্র (Rail Blockade)। ফলে অবরোধে থমকে যেতে পারে জনজীবন।
#REL