দ্য ওয়াল ব্যুরো: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে একটি নিম্নচাপ। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, এই নিম্নচাপ বর্তমানে বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে অবস্থান করছে। খুব ধীর গতিতে এটি ঝাড়খণ্ড ও উত্তর ওড়িশার দিকে অগ্রসর হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে। ফলে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকছে।