দ্য ওয়াল ব্যুরো: প্রতিদিনই ‘হেরা ফেরি ৩’ নিয়ে কোনও না কোনও আলোচনা চলছে সোশ্যাল মিডিয়া জুড়ে। একদিকে পরেশ রাওয়ালের হঠাৎ বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত, অন্যদিকে অক্ষয় কুমারের আইনি পদক্ষেপের জল্পনা—এই আবহেই এবার নিজের মত জানালেন ‘শ্যাম’ ওরফে সুনীল শেট্টি। ANI-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “পরেশ রাওয়াল ছাড়া এই ছবি হতে পারে না। ১০০ শতাংশ হতে পারে না। আমার বা অক্ষয়ের ছাড়াও হয়তো কোনওভাবে হতো, কিন্তু পরেশজি ছাড়া নয়। ‘রাজু’ আর ‘শ্যাম’ যদি ‘বাবু’র হাত থেকে মার না খায়, তাহলে ছবিটাই জমে না!”