দ্য ওয়াল ব্যুরো: স্বীকারোক্তিতে দম লাগে, লাগে সময়। কিন্তু তাই বলে ১১টা বছর! হ্যাঁ, ঠিক এতটাই সময় নিলেন সলমন খান। ২০১৪ সালে ঘটে যাওয়া সেই ঘটনার পর অবশেষে সলমন মেনে নিলেন, ভুল বোঝাবুঝি হয়েছিল তা তাঁর দিক থেকেই।
ফিরে দেখা ২০১৪
ঘটনার সূত্রপাত হয় ২০১৪ সালে। এক অ্যাওয়ার্ড শো’য়ে এসে সলমনের হাত থেকে পুরস্কার নেওয়ার কথা ছিল অরিজিতের। চাকচিক্যে ভরা ওই শোয়ে তিনি পরে গিয়েছিলেন ঢোলাঢালা কুর্তা আর পায়ে হাওয়াই চটি। অরিজিতের নাম ধরে সলমন ডাকতেই যখন গায়ক মঞ্চে গেলেন, তখন সলমন তাঁকে বলে বসেন, 'দেখে মনে হপচ্ছে ঘুম থেকে উঠেছ।"