দ্য ওয়াল ব্যুরো: সদ্য শুরু হয়েছে নতুন ধারাবাহিক 'কুসুম'। নামভূমিকায় বেছে নেওয়া হয়েছে অভিনেত্রী তনিষ্কা তিওয়ারিকে। প্রোমো বের হতেই শুরু হয়েছিল হইচই। তনিষ্কা এখনও 'ছোট'। নেটিজেনদের একটা বড় অংশের মতামত ছিল, ওই চরিত্রে একদম মানাচ্ছে না তনিষ্কাকে। বয়সের চেয়ে অনেকটাই বড় চরিত্রে দেখানো হয়েছে তাঁকে, যা তাঁর 'বেবিফেস' বা শিশুসুলভ মুখশ্রীর কারণে মানানসই হচ্ছে না। এও রটে তাঁকে নাকি বদলে দেওয়া হচ্ছে। রটে তাঁর জায়গায় নবনীতা দাসকে!