দ্য ওয়াল ব্যুরো: ১৯৮১ সালের কালজয়ী চলচ্চিত্র 'উমরাও জান'। মির্জা হাদি রুশওয়ার-এর উপন্যাস অবলম্বনে নির্মিত এই ছবি নিয়ে নতুন করে কোনও ব্যাখ্যা বা পুনর্নির্মাণের কোনও প্রয়োজন আছে বলে মনে করেন না পরিচালক মুজাফফর আলী। চলতি মাসের শেষেই ছবিটি প্রেক্ষাগৃহে ৪কে সংস্করণে আবারও মুক্তি পেতে চলেছে। তারই প্রাক্কালে মুজাফফর আলী স্পষ্ট জানিয়ে দিলেন— "আমি কখনও এই ছবিটিকে পুনর্নির্মাণ করার কথা ভাবিনি।"