দ্য ওয়াল ব্যুরো: শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের পরিচালিত সিরিজ খুব শিগগিরই মুক্তি পেতে চলেছে নেটফ্লিক্সে। সিরিজের প্রথম গান 'বদলি সি হাওয়া' ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর সেই গান ঘিরেই ঘটেছে মজার এক ঘটনা।
দ্য ওয়াল ব্যুরো: মেয়ে সুহানা, ছেলে আরিয়ান ও আব্রামের প্রতি সব সময়ই যত্নশীল থাকেন বলিউডের কিং খান শাহরুখ। আবারও তার প্রমাণ মিলল সুহানার ইনস্টাগ্রাম পোস্টে। মেয়ের ছবিতে বাবা মিষ্টি কমেন্ট করতেই তা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
দ্য ওয়াল ব্যুরো: ২০০০ সালের ব্লকবাস্টার ছবি 'মহব্বতে' দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল অভিনেত্রী প্রীতি জাঙ্গিয়ানির। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি তার প্রথম ছবির অভিজ্ঞতা এবং সহ-অভিনেতা শাহরুখ খানের সঙ্গে কাজ করার স্মৃতিচারণ করেছেন। প্রীতি জানান, শাহরুখের মতো একজন সুপারস্টারের সঙ্গে কাজ করার আগে তিনি স্নায়ুচাপ ও চাপের সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত ছিলেন। কিন্তু শুটিংয়ের সেটে শাহরুখের নম্রতা দেখে তিনি অবাক হয়ে যান।
দ্য ওয়াল ব্যুরো: নিজের খোলামেলা মত প্রকাশের জন্য বরাবরই শিরোনামে আসেন অভিনেত্রী তথা সাংসদ কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। এবার এক সাক্ষাৎকারে তিনি মুখ খুললেন পিরিয়ড (Periods) চলাকালীন স্বাস্থ্যবিধি ও সামাজিক কুসংস্কার নিয়ে।
দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া তার ইনস্টাগ্রাম স্টোরিতে সম্প্রতি একটি রহস্যময় পোস্ট শেয়ার করেছেন, যা নেটদুনিয়ায় সবার নজর কেড়েছে। এই পোস্টে তিনি এমন কিছু মানুষের কথা বলেছেন, যাদের সঙ্গে প্রথমবার দেখা হওয়ার পরই বোঝা যায় যে এটাই শেষ দেখা।
প্রিয়াঙ্কা চোপড়ার পোস্টটিতে লেখা ছিল, "যখন আপনি প্রথমবারের মতো কারো সঙ্গে দেখা করেন এবং তখনই বুঝে যান যে এটাই শেষবার।" এই পোস্টের সঙ্গে ছিল জনপ্রিয় মার্কিন কমেডি শো 'দ্য অফিস'-এর অভিনেতা স্টিভ ক্যারেলের একটি ছবি।
দ্য ওয়াল ব্যুরো: প্রদীপ সরকারের 'পরিণীতা' (Parineeta) ছবির ২০ বছর পূর্ণ হল এই ২০২৫ সালে। আগামী ২৯ অগস্ট থেকে এই ছবি নতুন উন্নত ভার্সনে আবার মুক্তি পাবে। ২০ বছর পরও এই মিউজিকাল হিট ছবি নিয়ে উন্মাদনা এতটুকু কমেনি।
'পরিণীতা' তে সেফ আলি খান, বিদ্যা বালান, সঞ্জয় দত্ত থাকলেও ছবির আর এক আকর্ষণ ছিলেন চিরযৌবনা রেখা (Rekha)। রেখা আইটেম নাম্বার দেখতে সেসময় 'পরিণীতা' বারবার দেখেছিল দর্শক। তবে চমকপ্রদ তথ্য এই গানেও রেখার সঙ্গে জড়িয়ে আছেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)।
দ্য ওয়াল ব্যুরো: এক কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছেন অভিনেত্রী তন্নিষ্ঠা চ্যাটার্জী। বারবারই আন্তর্জাতিক চলচ্চিত্রমঞ্চে ভারতের মুখ উজ্জ্বল করেছেন তিনি। গত আট মাস ধরে লড়াই করছেন স্টেজ ৪ ওলিগো মেটাস্ট্যাটিক ব্রেস্ট ক্যানসার-এর সঙ্গে।
রবিবার সোশ্যাল মিডিয়ায় তন্নিষ্ঠা নিজেই লিখেছেন, “আট মাস আগে যখন আমার ক্যানসার ধরা পড়ল, তখনও আমি বাবাকে ক্যানসারে হারানোর শোক সামলাচ্ছিলাম। ভেবেছিলাম এর থেকে খারাপ আর কিছু হতে পারে না। কিন্তু জীবনের এই নতুন পরীক্ষায় আমাকে নামতে হল।”
দিলীপ কুমার বম্বেতে মধ্যগগনে থাকাকালীন বাংলাকে ভালবেসে দুটি বাংলা ছবিও করেছিলেন। 'পাড়ি' এবং 'সাগিনা মাহাতো'। দুটি ছবি অরিজিনালি বাংলা ছবি। পরে হিন্দিতে ডাবড হয়। 'সাগিনা মাহাতো' যদিও হিন্দির জন্য নতুন করে শ্যুট হয়েছিল। দিলীপ কুমার-সায়রা বানু, সেসময়ের সবথেকে চর্চিত জুটি এই বাংলা ছবি করতে এসেছিলেন । কিন্তু সায়রা বরের চরিত্রে দিলীপ কুমার নয়। বাংলার চিন্ময় রায়কে বরের চরিত্রে দেখে ভিরমি খেয়েছিলেন সায়রা বানু। আজ সায়রা বানুর জন্মদিনে সেই মজার গল্প।
দ্য ওয়াল ব্যুরো: 'গাইড' ছবির সেই ওয়াহিদা রেহমানের ভিলেন বর মার্কোকে মনে পড়ে? রুক্ষ, রাগী চরিত্রের অভিনেতা সেই ভিলেনি চাল ফুটিয়ে তুলেছিলেন অসাধারণ অভিনয়ে। রোজি ওয়াহিদা আর রাজু দেব আনন্দর মধ্যে খলনায়ক হয়ে দাঁড়ায় এই মার্কো।
যদিও 'গাইড' পরকীয়া ছবির গল্প কিন্তু তবুও দেব আনন্দ এই ছবির নায়ক। আর মার্কো হয়ে ওঠে ভিলেন। মার্কো চরিত্রে যে অভিনেতা অভিনয় করেছিলেন তাঁর নাম কিশোর সাহু।
দ্য ওয়াল ব্যুরো: বলিউড সুপারস্টার সলমন খান তাঁর বহু প্রতীক্ষিত ছবি 'ব্যাটল অফ গালওয়ান'-এর শুটিং শুরু করেছেন। লাদাখে শুরু হওয়া এই ছবির শুটিং থেকে একটি প্রথম দৃশ্যপট (বিহাইন্ড দ্য সিন) প্রকাশিত হয়েছে, যেখানে সলমন খানকে যুদ্ধের প্রস্তুতির সময় দেখা যাচ্ছে। ছবিটি প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।