দ্য ওয়াল ব্যুরো: ধুরন্ধরে অক্ষয় খান্নার (Akshaye Khanna) গ্র্যান্ড এন্ট্রি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সালাম জানিয়ে দৃশ্যে ঢোকা থেকে হালকা নাচ, সবটাই নজর কেড়েছে জেন জি-র। ওপর ওপর জমকালো লাগলেও এই ছবির পিছনে কঠোর পরিশ্রম ছিল, তা প্রকাশ্যে আনলেন নির্মাতারা। কনকনে ঠান্ডায় লাদাখে অভিনয় করা খুব সহজ ছিল না।