দ্য ওয়াল ব্যুরো: জুবিন গর্গ (Zubeen Garg) আর নেই - এই কঠিন সত্যিটা এখনও মানতে পারছেন না অসমবাসী (Assam)। কারণ-অকারণে এখনও নানা জায়গায় বেজে উঠছে তাঁর গান, প্রিয় গায়ককে স্মরণ করেই দিন গুজরান করছেন অগণিত ভক্ত। এসবের মধ্যেই জুবিন যে তাঁদের কতটা আপন তার আরও একটি বড় প্রমাণ পাওয়া গেল ভোটার তালিকার (Voter List) সংশোধনের কাজে। মৃত হলেও গায়কের নাম ভোটার তালিকা থেকে বাদ দিলেন না বিএলও (BLO)।