দ্য ওয়াল ব্যুরো: অনুমতি ছাড়া কারও মোবাইল নম্বর (Mobile Number) ছড়িয়ে দেওয়া শুধু অবিবেচনার মতো সিদ্ধান্তই নয়, সরাসরি ঝুঁকিরও। আর ঠিক সেই কাজটাই করেছে নির্বাচন কমিশন (Election Commission)। এমনই অভিযোগ তুললেন রাজ্যের মহিলা বুথ লেভেল অফিসার বা বিএলও-রা (BLO)।