দ্য ওয়াল ব্যুরো: সোমবার সার্ভারজনিত সমস্যায় (Server Problem) নজর দিতে টেলিকম পরিষেবা সংস্থাগুলিকে (Telecom) ডেকে বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও মনোজ আগরওয়াল (CEO Manoj Agarwal)। জিও, এয়ারটেল, বিএসএনএল-সহ মোট আটটি অপারেটরের প্রতিনিধিরা আলোচনায় যোগ দেন।