দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: SIR এর কাজ সেরে ফেরার পথে মোটরবাইক ও পিক আপ ভ্যানের সংঘর্ষে মৃত্যু হল বিএলও ললিত অধিকারীর (৫৫)। আচমকা এই ঘটনায় শোকের ছায়া নেমেছে পরিবারে।
পেশায় শিক্ষক ললিতবাবু শীতলকুচির বাসিন্দা। প্রতিদিনের মতো বৃহস্পতিবারও এসআইআর এর কাজ করতে বেরিয়েছিলেন। সন্ধের পর বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর। শীতলকুচি-মাথাভাঙ্গা সড়কের ধরলা সেতু সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম ললিত অধিকারী। তাঁর বাড়ি শীতলকুচি ব্লকের বড় ধাপেরচাত্রা এলাকায়।
#REL