দ্য ওয়াল ব্যুরো: কোনও অনুমতি ছাড়া তাঁর কণ্ঠস্বর (Voice) বা ছবি নকল (Image Misuse) করে ব্যবহার করা যাবে না - এই মর্মে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে বম্বে হাইকোর্ট (Bombay HC)। খ্যাতনামা সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের (Asha Bhosle) দায়ের করা মামলায় আদালত একাধিক প্ল্যাটফর্ম ও ব্যক্তিকে তাঁর কণ্ঠস্বর, ছবি, স্বাক্ষরের বাণিজ্যিক ব্যবহারে অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা জারি করেছে।