শুভঙ্কর চক্রবর্তী
এ বছরের দুর্গাপুজোয় টলিপাড়ায় যুদ্ধ যে কী ভয়াবহ চেহারা নিয়েছে, তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। না, কোনও গোলাগুলি, বারুদ বা সশস্ত্র বাহিনী নয়—এই যুদ্ধ হচ্ছে একেবারে সিলভার স্ক্রিনে। এই যুদ্ধ চলছে বুক মাই শো-র পেজে, আর সিনেমাহলের টিকিট কাউন্টারে। প্রযোজনা সংস্থাগুলো যেন নিজেদের শক্তি প্রমাণের লড়াইয়ে এক চুলও ছাড়তে নারাজ।