দ্য ওয়াল ব্যুরো: স্ত্রী ও শ্যালকের খুনের ষড়যন্ত্র! বরাতজোরে প্রাণে বাঁচলেন উত্তরপ্রদেশের রাজীব (Uttar Pradesh case)। 'রক্ষক' হয়ে আসেন এক অচেনা ব্যক্তি। তবে গুরতর আহত অবস্থায় ভর্তি হাসপাতালে। পুলিশ তদন্তে নেমে ছ'জনকে গ্রেফতার করেছে বলে খবর। কী কারণে এই খুনের ছক, তাও খতিয়ে দেখা হবে।