দ্য ওয়াল ব্যুরো: নবান্ন অভিযান (Nabanna Abhijan) ঘিরে সকাল থেকেই হাওড়া ও আশপাশের এলাকা কার্যত পুলিশি ঘেরাটোপে (Police , Surveillance)। একদিকে পুলিশি তৎপরতা, অন্যদিকে মিছিল ও বিক্ষোভে কার্যত অচল হয়ে পড়ল নবান্ন সংলগ্ন বিস্তীর্ণ অঞ্চল। ভোগান্তির শিকার সাধারণ মানুষ, বিশেষ করে হাওড়া ময়দান, শিবপুর, সাঁতরাগাছি থেকে নবান্নমুখী পথে থাকা বাসিন্দারা (Residents of Howrah ,Suffering)।