দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় ‘লাইক’ পাওয়ার নেশা কতটা বিপজ্জনক হতে পারে? উত্তরপ্রদেশের বাহরাইচ জেলার ঘটনা তা অনায়াসে বলে দিতে পারে। মাত্র ১৪ ও ১৬ বছর বয়সি দুই কিশোর আইফোনের জন্য নির্মমভাবে খুন করল ১৯ বছরের এক যুবককে। উদ্দেশ্য, ভাল কোয়ালিটির রিল বানিয়ে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পাওয়া।