দ্য ওয়াল ব্যুরো: আইপিএলের ক্লাইম্যাক্স পর্বে দেশের তামাম ক্রিকেটভক্ত কিনা ইংল্যান্ডে আয়োজিত বেসরকারি ম্যাচ নিয়ে পড়ে আছে! সেটাও কিনা ‘ভারতীয় এ’ দল বনাম ইংল্যান্ড লায়ন্সের লড়াই। যেখানে সেভাবে কোনও জমকালো মুখ, জমকালো চরিত্র কেউ নেই। হারজিত নিয়েও দুশ্চিন্তা থাকার কথা নয়। আন্তর্জাতিক পারফরম্যান্সের রেকর্ড বুকে অঙ্কও জুড়বে না! তবুও সকলের এক চোখ আইপিএল মাপলেও অন্য চোখ এই ম্যাচের হিসেব রেখে চলেছিল!