দ্য ওয়াল ব্যুরো: চেয়েছিলেন একটা সুযোগ। পেলেন তিন টেস্ট মিলিয়ে ছ’টা। তবু পায়ের জমি পাকা করতে ব্যর্থ করুণ নায়ার (Karun Nair)। লিডসের (Leeds Test) প্রথম ইনিংসে শূন্য রানে আউট হন। তারপর হেডিংলে (Headingley), এজবাস্টন (Edgbaston), লর্ডসে (Lord’s) কখনও কুড়ি, কখনও তিরিশের কোঠায় রান থেমেছে—কখনওই বড় ইনিংস সাজাতে পারেননি।