দ্য ওয়াল ব্যুরো: সফর শুরুর আগে তাঁকে ঘিরে যে সহানুভূতি ও আবেগের হাওয়া বইছিল, দুটো খারাপ পারফরম্যান্সের পর তা আপাতত উধাও! করুণ নায়ার কামব্যাক করেছেন সরবে। সাত বছর বাদে জাতীয় দলে প্রত্যাবর্তন। কিন্তু হেডিংলে টেস্টে ছ’নম্বরে ব্যাট করতে নেমে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন। প্রথম ইনিংসে খাতা না খুলেই আউট। দ্বিতীয় ইনিংসে কুড়ির কোঠাও পেরতে পারেননি!
আর এরপরই তাঁকে এজবাস্টন টেস্টে না খেলানোর পক্ষে জোর সওয়াল উঠেছে সমাজমাধ্যমে। একজন এক্স-হ্যান্ডেলে লিখেছেন, ‘করুণ নায়ার, তুমি একটা সুযোগের প্রার্থনা করেছিলে। গৌতম গম্ভীর দুটো দিয়েছেন। আর তারপরেও তুমি দুটোই হেলায় হারিয়েছ!’