দ্য ওয়াল ব্যুরো: হাওড়া-বেলগাছিয়া (Howrah) থেকে ধর্মতলা (Dharmatala) রুটের ৫৭ নম্বর বাসে চড়েছেন? হয়তো মিহি গলায় ভাড়া চাওয়ার আওয়াজ শুনে চমকে গিয়েছেন। চমকানোরই কথা, কারণ এই রুটের একটি বাসের কন্ডাক্টর একজন ৫৮ বছরের মহিলা। নাম ডলি রানা (Dolly Rana)। শুধু কন্ডাক্টর (Bus Conductor) নন, বাসটির মালিকও তিনি।