দ্য ওয়াল ব্যুরো: আরজি কর (RG Kar Case) মেডিক্যাল কলেজ হাসপাতালে দুর্নীতি-কাণ্ডে শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়কে (Sudipta Roy) জিজ্ঞাসাবাদ করতে তাঁর বাড়িতে হানা দিল সিবিআই (CBI)। শনিবার দুপুরে ওই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দুই অফিসার সুদীপ্তের সিঁথির বাড়িতে গিয়েছেন বলে জানা গিয়েছে। যদিও তৃণমূল বিধায়ক এই মুহূর্তে বাড়িতে নেই বলে খবর। তিনি ফিরলেই কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারেন।