দ্য ওয়াল ব্যুরো: জেলা থেকে কলকাতায় (Kolkata) মাদক পাচারের (Smuggling) চেষ্টা হচ্ছিল। গোপন সূত্রে সেই খবর পেয়ে পাচারকারীদের ছক ভেঙে দিল কলকাতা পুলিশ (Kolkata Police)। একই সঙ্গে গ্রেফতার করা হল দুজনকে। সোমবার রাত হেস্টিংস থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ গ্রেফতার করে দুই যুবককে (Two Persons Arrested)।
গোপন সূত্রে হেরোইন পাচারের চক্রের হদিশ পেয়েছিল কলকাতা পুলিশের নারকোটিক সেল। তারপরই অভিযান চালানো হয়। যাদের গ্রেফতার করা হয়েছে তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৭৬০ গ্রাম হেরোইন। বাজেয়াপ্ত হয়েছে একটি বুলেট বাইক, তিনটি মোবাইল ফোন এবং নগদ টাকাও।
#REL