দ্য ওয়াল ব্যুরো: ভুয়ো নথি ব্যবহার (Fake Documents) করে বাংলাদেশ (Bangladesh) থেকে ভারতে (India) এসে ৩০ বছর ধরে বসবাস! এমনই এক রূপান্তরকামীকে (Trans Person) গ্রেফতার করল মুম্বই পুলিশ (Mumbai Police)। ধৃতের নাম বাবু আয়ান খান, ওরফে জ্যোতি, ওরফে ‘গুরু মা’ (Guru Maa)। অভিযোগ, তিনি অন্তত ২০০ জন বাংলাদেশিকে ভারতে পাচার (Trafficking) করেছেন। তদন্ত যত এগোচ্ছে, পাচারের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।