দ্য ওয়াল ব্যুরো: প্রধান উপদেষ্টার (Chief Advisor to Bangladesh) পদ থেকে মহম্মদ ইউনুস (Md Yunus) শেষ পর্যন্ত সবে যাবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে বৃহস্পতিবার তিনি দিনভর উপদেষ্টা, পদস্থ আমলা, কূটনীতিক, আইন-শৃঙ্থলা বাহিনীর অফিসারদের সঙ্গে আলোচনায় পদত্যাগ করে সরে যাওয়ার কথা বলেছেন। রাজনৈতিক দলগুলি ইউনুসের এই ভাবনাকে ‘নাটক’ বলে সন্দেহ করলেও তিনি যাদের সঙ্গে কথা বলেছেন, তাঁরা মনে করছেন মহম্মদ ইউনুস দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে হতাশ। তিনি নিজেও মনে করছেন দেশে অরাজক পরিস্থিতি চলছে।