দ্য ওয়াল ব্যুরো: ছোট ঋণের ক্ষেত্রে সোনা (Gold Loan) বা রুপো বন্ধক রাখা যাবে কি না, তা নিয়ে সম্প্রতি ব্যাঙ্কিং মহলে তৈরি হয়েছিল ধোঁয়াশা। এবার সেই জল্পনায় ইতি টানল ভারতের রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। স্পষ্ট জানিয়ে দেওয়া হল— কৃষি ও ক্ষুদ্র ও মাঝারি শিল্প ক্ষেত্রে(MSME) ২ লক্ষ টাকার মধ্যে যেসব ঋণ কোল্যাটারাল-মুক্ত বলে ধরা হয়, তাতে গ্রাহক ইচ্ছা করলে সোনা বা রুপো বন্ধক দিতে পারেন। তবে একান্তই স্বেচ্ছায়। কোনওরকম চাপের বশে নয়। অর্থাৎ ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে সোনা বন্ধক দিতে বাধ্য করা যাবে না।