দ্য ওয়াল ব্যুরো: বিহারের জেহানাবাদে (Bihar News) ১০০ কোটি টাকা খরচ করে তৈরি করা নতুন রাস্তার সৌন্দর্য প্রথম দেখলে তাক লাগিয়ে দেবে। ঝকঝকে পিচের প্রলেপ, গর্তহীন দীর্ঘ পথ, দুই ধারে গাছের সারি— সব মিলিয়ে এক আদর্শ রাস্তা বলেই মনে হবে। কিন্তু একটু এগোতেই দেখা যাবে, বিপদের ফাঁদ! রাস্তার ঠিক মাঝ বরাবর দাঁড়িয়ে রয়েছে একের পর এক বিশাল গাছ। আর সেই গাছ ঘিরেই রাস্তা তৈরির সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন!