দ্য ওয়াল ব্যুরো: বিহারে ভোটার তালিকা সংশোধন (Special Intensive Revision of voter list) ঘিরে গোটা দেশের বিরোধী শিবির নির্বাচন কমিশনের (election commission of India) বিরুদ্ধে এককাট্টা। কমিশনকে ঠেকাতে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে (Supreme court)। এই ইস্যুতে বিজেপি একদিকে, অন্যদিকে, বাকি সব দল, এমনকী বিহারে পদ্ম শিবিরের শরিকেরাও কমিশনের বিরুদ্ধে খড়্গহস্ত।