দ্য ওয়াল ব্যুরো: বিহার বিধানসভা নির্বাচনের (Bihar Election Date) দিন ঘোষণা হওয়া মাত্রই আসন ভাগ-বাটোয়ারা শুরু হয়ে গেল। এনডিএ জোটের দুই বড় শরিক বিজেপি (BJP) এবং জেডিইউ-র (JDU) মধ্যে সমঝোতার নতুন ইঙ্গিত মিলেছে। সূত্রের খবর, আসন বণ্টনে কোনও ‘বড়ভাই’ বলে কিছু থাকছে না (Bihar Election)। সমান সংখ্যক আসনে লড়তে চলেছে দুই দল। মোট ২৪৩টি আসনের মধ্যে বিজেপি ও জেডিইউ ২০৫টি আসনে সমানভাবে লড়বে বলে আলোচনা চলছে। বাকি ৩৮টি আসন যাবে ছোট শরিকদের ঝুলিতে।