দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার কলকাতার পথে নতুন মেট্রোর সূচনার মধ্য দিয়ে শহরের যোগাযোগ ব্যবস্থায় নতুন অধ্যায় শুরু হল (Kolkata Metro New Chapter)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এক সঙ্গে তিনটি মেট্রো রুট—নোয়াপাড়া–জয় হিন্দ বিমানবন্দর, শিয়ালদহ–এসপ্ল্যানেড এবং বেলেঘাটা–রুবির মোড়–উদ্বোধন করেছেন। এর ফলে হাওড়া থেকে সল্টলেক সেক্টর ফাইভ, কবি সুভাষ থেকে বেলেঘাটা, আর নোয়াপাড়া থেকে বিমানবন্দর, শহরের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে দ্রুত পৌঁছানো সম্ভব হবে।